Notice

টাইফয়েড ভ্যাকসিন

Date : 13 Aug, 2025

এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১লা সেপ্টেম্বর 2025 হতে “টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন 2025” শুরু হবে। তাই বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের TCV (টাইফয়েড ভ্যাকসিন) দেওয়া হবে।

# ভ্যাকসিন গ্রহণের জন্য শিক্ষার্থীকে যা যা করতে হবেঃ-

Ö  ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ।

Ö  vaxepi.gov.bd ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করতে হবে।

Ö  পূর্বে যাদের HPV টিকায় নিবন্ধন করা আছে, তারা লগইন করে TCV (টাইফয়েড

    ভ্যাকসিন) টিকার জন্য রেজিষ্টার করতে পারবে।

Ö  মোবাইল নম্বর ভুলে গেলে ফরগেট অপশন ব্যবহার করা যাবে।

মোঃ খালেদ নূরুল হোসেন

প্রধান শিক্ষক

গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়